• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ০৮ এপ্রিল ২০২০, ২৫ চৈত্র ১৪২৬, ১৩ শাবান ১৪৪১

তিন সম্মাননায় ভূষিত আমিরুল হক চৌধুরী

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮

image

আমেরিকায় একসঙ্গে তিনটি সম্মানা পেলেন আমিরুল হক চৌধুরী। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলস (বালা), ‘এই তো আমরা’ এবং লস অ্যাঞ্জেলস’র কংগ্রেস ম্যান ব্রেইড সে ম্যান কর্তৃক বিশেষভাবে সম্মানিত হয়েছেন আমিরুল হক চৌধুরী। গেল ২১ অক্টোবর তিনি এ তিনটি সম্মাননায় ভূষিত হয়েছেন। সেদিন লস অ্যাঞ্জেলসের হলিউডের সাইন্টোলজি মিলনায়তনে ‘একজন নূরু মিয়া’ নাটকটি প্রদর্শিত হয়। নাটকটি প্রদর্শনের পর বেশ দীর্ঘ সময় আমিরুল হকের অভিনয়ে মুগ্ধ হয়ে দর্শক করতালি দেন এবং তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। নাটক মঞ্চায়নের পর সেখানে বালার পক্ষ থেকে আমিরুল হককে আজীবন সদস্য করে নেবার পাশাপাশি তাকে সম্মাননা জানানো হয়। একই সময়ে ‘এই তো আমরা’ নামের আরেকটি সংগঠন তাকে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত করে। এছাড়া লস অ্যাঞ্জেলসের কংগ্রেস ম্যান’র পক্ষ থেকে তাকে সম্মাননার কথা ঘোষণা দিয়ে নিমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে তিনি কংগ্রেস ম্যানের অফিসে গিয়ে কংগ্রেস ম্যান ব্রেইপ সে ম্যানের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন। একই সময়ে একসঙ্গে তিনটি সম্মাননা পেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন বরেণ্য অভিনেতা আমিরুল হক চৌধুরী। আমিরুল হক চৌধুরী বলেন, ‘এটা আমার অভিনয় জীবনের প্রাপ্তির মুহূর্তগুলোর মধ্যে সত্যিই বিশেষ স্মরণীয় এক সময় ছিল। আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমার অভিনয়কে, আমাকে দর্শক এত ভালোবাসে আমি ভাবতেই পারিনি। আমি বিস্মিত হয়েছি, মুগ্ধ হয়েছি সবার ভালোবাসায়। এ ভালোবাসার ঋণ কোনভাবেই শোধ করার নয়। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আরও ভালো ভালো কাজ যেন দর্শককে উপহার দিতে পারি। আর অবশ্যই শুকরিয়া মহান আল্লাহর কাছে, অনেক কৃতজ্ঞতা আমার ভক্ত দর্শকের কাছে। ধন্যবাদ বালা, এই তো আমরা এবং কংগ্রেস ম্যান’র প্রতি।’