• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮, ২৯ অগ্রহায়ণ ১৪২৫, ৫ রবিউল সানি ১৪৪০

ডিএমএস-এর ব্যানারে শানে’র ‘সখি’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বুধবার, ১৪ মার্চ ২০১৮

image

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে নির্মিত হয়েছে কণ্ঠশিল্পী শান এর নতুন গান ‘সখি’র মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন তানিয়া সুলতানা এবং সুর করেছেন শান নিজেই। সঙ্গীতায়োজন করেছেন শচি শামস। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট)। ’৭০ দশকের একটি জমিদারবাড়ির গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি গানের ভিডিও। ভিডিওর প্রধান চরিত্র শানকে দেখা যাবে একজন লজিং মাস্টারের ভূমিকায়। মোট ছয়টি চরিত্র স্থান পেয়েছে এ গানের ভিডিওতে। আর এই ভিডিওতে নায়িকা হিসেবে আছেন জেবিন সুলতানা। মানিকগঞ্জের বেতিলার জমিদারবাড়িতে শুটিং হয় গানটির। গানটি প্রসঙ্গে শান বলেন, ‘সখি গানটির কথা, সুর এবং সংগীত ভিন্নমাত্রার। আমি গানটিতে আমার সর্বোচ্চ গায়কী দেয়ার চেষ্টা করেছি। গানটির ভিডিও নির্মাণের ক্ষেত্রে এর গল্প, লোকেশন থেকে শুরু করে সব কিছুতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। আশা করছি গানটি সব শ্রেণীর দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ নির্মাতা শুভব্রত সরকার বলেন, এই গানটিতে দর্শক সম্পূর্ণ নতুন একটি গল্প দেখতে পাবেন। গতানুগতিকতার বাইরে গিয়ে গানটির চিত্রায়ণ করার চেষ্টা করেছি। অনেকটাই ফিল্মি স্টাইলে নির্মিত হয়েছে ‘সখি গানটির ভিডিও।’ আগামী ১৫ মার্চ ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘সখি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং ইয়ন্ডার মিউজিকে।