• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৯ জুন ২০১৯, ৫ আষাঢ় ১৪২৫, ১৫ শাওয়াল ১৪৪০

টিআরপিতে সেরা থাকতে চান মীর সাব্বির

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

image

টিআরপি নিয়ে সমালোচনা থাকলেও চ্যানেলগুলো ভিউর থেকেও টিআরপিকেই গুরুত্ব দিচ্ছে বেশি। তার প্রমাণ মীর সাব্বিরের নোয়াশাল। ২০১৮ সালে বিভিন্ন চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক যেগুলো আলোচনায় এবং টিআরপিতে ছিল তার বেশির নাটকের প্রধান চরিত্রে ছিলেন মীর সাব্বির। মির সাব্বির মানেই যেন টিআরপি। আরটিভিতে অনেক জনপ্রিয় তারকা পরিচালক নাট্যকারদের ধারাবাহিক নাটকগুলো অনেক মানসম্মত হওয়ার পরেও শুধু টিরআরপির কারণেই ‘নোয়াশাল’কে টপকাতে পারেনি কোন নাটক। মীর সাব্বিরের প্রত্যাশা ২০১৯ সালেও অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে চলুক নোয়াশাল। নতুন বছরেও টিআরপিতে সেরা থাকতে চান তিনি।

২০১৮ সালে মীর সাব্বির অভিনীত ২০১৮ সালের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে আছে ‘নোয়াশাল’, ‘কমেডি ৪২০’, ‘বিড়ম্বনা’, ‘ক্যাটহাউস’, ‘মালেক হইতে সাবধানসহ বেশকিছু সিরিয়াল টিআরপিতে ছিল।