• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১

ছয়দিনে ইশানার পাঁচ নাটক

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শুক্রবার, ০৯ নভেম্বর ২০১৮

image

কক্সবাজারে টানা ছয়দিনে পাঁচটি নাটকের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন ইশানা খান। মিজানুর রহমান লাবুর নির্দেশনায় তিনটি, অঞ্জন আইচের নির্দেশনায় একটি এবং দীপু হাজরার নির্দেশনায় একটি নাটকের কাজ করে ঢাকায় ফিরেছেন তিনি। মিজানুর রহমান লাবুর নির্দেশনায় ‘সুন্দর তুমি যন্ত্রনা’, ‘সমুদ্র সুন্দর’ ও ‘যে সমুদ্র দেখা হয়নি’ নাটকে অভিনয় করেছেন ইশানা। এর পাশাপাশি অঞ্জন আইচের নির্দেশনায় ‘আহা কক্সবাজার’ ও দীপু হাজরার নির্দেশনায় ‘ফটোগ্রাফার’ নাটকে অভিনয় করেছেন ইশানা। নাটকগুলো প্রসঙ্গে ইশানা বলেন, ‘প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর। তবে যেহেতু সময় কম ছিলো তাই আমাকে অনেক চাপের মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি প্রত্যেকটি চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নির্মাতারাও আমাকে সহযোগিতা করেছেন যার যার অবস্থান থেকে। সহশিল্পী যারা ছিলেন তারাও বেশ সহযোগিতা করেছেন। আর গল্পগুলোর সাথে মিল থাকায় নাটকগুলোর শুটিং কক্সবাজারেই হয়েছে। আমি কাজ করে মুগ্ধ।’ ইশানা জানান সবগুলো নাটকই শীঘ্রই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।