• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮ ২৫ জিলহজ ১৪৪২

চলে গেলেন নাট্যাঙ্গনের প্রিয় মুখ ইশরাত নিশাত

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০

image

নাট্যাঙ্গনের জনপ্রিয় ও পরিচিত মুখ ইশরাত নিশাত আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করলেও পরবর্তীতে সংগঠক হিসেবেই তাকে কাজ করতে দেখা গেছে। দেশের মঞ্চনাটকের সবচেয়ে ‘সোচ্চার কণ্ঠ’ হিসেবে পরিণত হন এই শিল্পী ও সংগঠক। এ কারণে সহযাত্রীদের পাশাপাশি নবীনদের কাছেও তিনি খুব জনপ্রিয় হয়ে। তার এই প্রস্থানে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের বরাতে জানা গেছে, প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। নাট্যাঙ্গনসহ সেসর্বস্তরের মানুষ প্রায়তকে শ্রদ্ধা নিবেদনের জন্য এবং শেষ দেখার জন্য হাজির হয় শিল্পকলা একাডেমিতে। এসময় কান্নায় ভেঙে পড়েন উপস্থিতজনরা। শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে নেমে আসে শোকে ছায়া। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর তার জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্তানে দাফন করা হয়।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি ছিল তার। ইশরাত নিশাতের নির্দেশিত ‘দেশ নাটকে’র প্রযোজনা ‘অরক্ষিতা’বেশ প্রশংসিত হয়। সর্বশেষ তিনি নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনা ও মঞ্চে আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।