• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ২৩ জিলহজ ১৪৪১, ৩০ শ্রাবণ ১৪২৭

গানে গানে নাজুর দেড় যুগ পার

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

image

১৯৯৫ সালে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন নাজু আখন্দ। গানের ভুবনে দেখতে দেখতে তার পর হয়েছে ১৮ বছর। দেড় যুগের এ পথচলায় তিনি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন ২২৩টি গান। কণ্ঠশিল্পী কুমার বিশ^জিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর ও সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমাতে ২০০১ সালে প্রথম প্লে-ব্যাক করার মধ্যদিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে নাজুর যাত্রা শুরু। সিনেমায় তার সবচেয়ে জনপ্রিয় গান ‘সমাজকে বদলে দাও’ সিনেমার ‘আমার মানবজমিন চিরতরে দিয়া দিলাম তোরে’। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আজ বিকেলে পহেলা বৈশাখ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে নাজুর একক গান ‘উড়ে যেতে চাই’। গানটি সুর-সঙ্গীত করেছেন সাজিদ সরকার। সিনেমার বাইরে নাজুর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে আহসান হাবিবের লেখা ও বাপ্পা মুজমদারের সুর-সঙ্গীতে ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’ গানটি। এই গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেলআই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। গানে নাজুর হাতেখড়ি তারই মা তাহমিনা হাবিবের কাছে। পরে তিনি ওস্তাদ সালাহ উদ্দিনের কাছে নজরুল সঙ্গীত, ক্ল্যাসিক্যালে হাতেখড়ি গোবিন্দ গোস্বামীর কাছে। অবশ্য ক্ল্যাসিক্যালে পরে তালিম নেন সঞ্জীব দে ও লিউ এজে বারৈর কাছে। এদিকে আগামীকাল নাজু আখন্দের জন্মদিন। নাজু আখন্দ বলেন, ‘গানে আমার আদর্শ আমার মা। আমার সবচেয়ে প্রিয় শিল্পী প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ ম্যাডাম। তাকে জীবনে একদিনই দেখার সুযোগ পেয়েছিলাম। এছাড়াও ভালো লাগে রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ম্যাডাম ও সামিনা ম্যাডামের গান। জন্মদিনে সাধারণত আমি ঘর থেকেই বের হই না। অন্যদিনের মতো অতি সাধারণভাবেই কাটে আমার। তবে জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন।’ নাজুর পুরো নাম হাবিবা আখন্দ নাজু। তার বাবা হাবিব উল্যাহ আখন্দ। একমাত্র ভাই পাপ্পু। সর্বশেষ তিনি গেল সপ্তাহে ‘টিকলি’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। তার মোট একক অ্যালবাম চারটি। অ্যালবামগুলো হচ্ছে ‘কাঁচা হলুদের রং’, ‘স্বপ্ন কন্যা’, ‘একটি জায়গা দে’ ও ‘ফিরিয়ে দাও আমার প্রেম’। আগামী ২১ এপ্রিল আনজাম মাসুদের ‘পরিবর্তন’-এ নাজু গাইবেন বৈশাখের একটি গান। গানটি লিখেছেন আনজাম মাসুদ, সুর সঙ্গীত করেছেন সুজন আরিফ।