• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ৯ মাঘ ১৪২৭, ৯ জমাদিউস সানি ১৪৪২

কোরিয়ায় ‘মডেল স্টার অব বাংলাদেশ’-এ ভূষিত মিথিলা

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বুধবার, ১২ জুন ২০১৯

image

‘মডেল স্টার অব বাংলাদেশ ২০১৯’ হলেন মিথিলা। গেলো ১০ জুন অনুষ্ঠিত হলো এশিয়া মহাদেশের ২৫টি দেশের প্রতিযোগী নিয়ে আয়োজন ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০১৯’। কোরিয়ার সিওলে এই ফ্যাস্টিভ্যালের আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন তানজিয়া জামান মিথিলা। মিথিলা’সহ আরো চারজন এবারই প্রথম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‘মডেল স্টার অব বাংলাদেশ ২০১৯’ পদকটি মিথিলার হাতে তুলে দেন এশিয়া মডেল ফেস্টিভ্যাল অরগানাইজিং কমিটির চেয়ারম্যান ইয়াং ইউ সিগ (Yang Eui-Sig). আজই দেশে ফেরার কথা রয়েছে মিথিলার। মিথিলা জানান, একজন বাংলাদেশী মডেল হয়ে আমি ভীষণ গর্বিত যে দেশের জন্য সুনাম বয়ে আনতে পেরেছি। এশিয়া মহাদেশের ২৫টি দেশের মডেলদের মধ্যে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত, উচ্ছসিত। এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সারা দেশের, এই অর্জন আমার পরিবারের।’

মডেল হিসেবে তিনি ‘ঢাকা ফ্যাশন উইক’, বাংলাদেশ ফ্যাশন উইক, রিনা লতিফ, ডেনিম এক্সপো, আড়ং-এর ৪০ বছর পুর্তি’সহ আরো বেশ কয়েকটি ফ্যাশন শো’তে মডেল হিসেবে অংশ নেন। পিপলুর নির্দেশনায় গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর বিপুলের নির্দেশনায় সেন্টার ফ্রুট, আদনানের নির্দেশনায় একটি আইসক্রিম’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। তানিম রহমান অংশুর নির্দেশনায় মিথিলা প্রথম সিয়ামের বিপরীতে ‘ফ্যামিলিয়ার এনিমি’ নাটকে অভিনয় করেন।