• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

কাজে ফিরেছেন তারিন

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০১৯

image

জাতিসংঘের ৭৪’তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে সম্মেলনের অংশগ্রহন করেছিলেন নাট্যাভিনেত্রী তারিন জাহান। সম্মেলনে প্রধানমন্ত্রী দুটো সম্মাননাতেও ভূষিত হয়েছেন। আর সেই সম্মাননা গ্রহণের মুহুর্তটি সামনে বসে থেকে উপভোগ করেছেন তারিন যা তার কাছে অনেক গর্বের বিষয়। বিশেষ সেই মুহর্তের কথা বলতে গিয়ে তারিন বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়শীল দেশে রূপান্তর করেছেন। তার এই সাফল্যকে বিশে^র অনেক দেশেই দৃষ্টান্ত হিসেবে ধরা হয়ে থাকে। যা আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের বিষয়। তিনিই এমন একজন প্রধানমন্ত্রী যিনি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামীতেও এগিয়ে নিয়ে যাবেন। এই দেশকে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশে তার নেতৃত্বই প্রয়োজন। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’ এদিকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতি সংঘের সম্মেলনে অংশগ্রহণ করার পর দেশে ফিরেছেন তারিন। দেশে ফিরেই তিনি আবারো ব্যস্ত হয়ে উঠেছেন। আগামী ৯ অক্টোবর তিনি কক্সবাজারে একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নিবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন তিনি। উল্লেখ্য, তারিন সর্বশেষ গেলো কোরবানীর ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হাসান রেজাউলের নির্দেশনায় আসাদুজ্জামান নূরের সঙ্গে ‘জলছবি’ টেলিফিল্মে অভিনয় করেছেন। এছাড়াও তিনি তুহিন হোসেনের ‘ভালোটুকু থাক’, অরণ্য আনোয়ারের ‘মেড ইন রয়েল ডিস্ট্রিক’, হিমু আকরামের ‘ফয়জু মুন্সীর নারিকেল গাছ’ নাটকে অভিনয় করেছেন। এছাড়াও দীর্ঘ পনেরো বছর পর তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’য় পারফর্ম করেছেন।