• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬, ৮ শাবান ১৪৪১

করোনায় বিনামূল্যে বঙ্গবিডির সব সিনেমা-নাটক

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২০

image

শিকারি ও চ্যাম্প ছবির পোস্টার দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত আছে। সরকারিভাবে সবাইকে বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকেই আছেন হোম কোয়ারেন্টিনে। তাই এই অলস সময়গুলো আনন্দময় করতে অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গবিডি’ তাদের সব কনটেন্ট বিনামূল্যে দেখা সুযোগ করে দিয়েছে। এক ঘোষণার মাধ্যমে তথ্যটি জানিয়েছে এ প্রতিষ্ঠানটি। বঙ্গবিডির পক্ষ থেকে জানানো হয়, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, টেলিফিল্ম, ইউটিউব শো বিনোদনধর্মী প্রভৃতি অনুষ্ঠানই বিনামূল্য দেখা যাবে। প্রতিষ্ঠানটিতে নতুন করে যুক্ত করা হয়েছে লাইভ টিভি। করোনার সংক্রমণ থেকে নিরাপদে ঘরে থাকতেই তাদের এমন উদ্যোগ। বঙ্গবিডির নেটওয়ার্কে রয়েছে ২ কোটিরও বেশি সাবস্ক্রাইবারস এবং দেশি-বিদেশি ২৫০ এর বেশি ইউটিউব চ্যানেল। প্রতিষ্ঠানটি আরও জানায়, মোবাইল অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে দর্শকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।