• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৩ সফর ১৪৪২, ১৬ আশ্বিন ১৪২৭

করোনা রুখতে জামাল হোসেনের গান

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , রোববার, ১৭ মে ২০২০

image

জামাল হোসেন, পেশাগতভাবে একজন সরকারি চাকরিজীবী হলেও বিগত বেশ কয়েক বছর যাবত তিনি গীতিকার হিসেবে গান লিখছেন। তার লেখা গানে এ দেশের বরেণ্য সংগীতশিল্পীরা যেমন কণ্ঠ দিয়েছেন ঠিক তেমনি এই প্রজন্মের শিল্পীরাও তাদের কণ্ঠে তুলে নিয়েছেন তার লেখা গান। এবার ‘করোনা’ রুখতে একটি উদ্দীপনামূলক গান লিখেছেন। গানের শিরোনাম ‘রুখে দেবো করোনা’। গানের কথা হচ্ছে ‘আজ বঙ্গবন্ধু নাই, তবুও নাইরে ভয় নাই, গর্জে উঠো বীর বাঙালি, সঙ্গে আছে শেখ হাসিনা, তাকে সঙ্গে নিয়েই আমরা, রুখে দেব করোনা’। গানটির সুর সংগীত করেছেন সুজন আরিফ এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন সুজন আরিফ, আহম্মেদ হুমায়ূন, আয়েশা মৌসুমী ও রূপসা। গানটির মিউজিক ভিডিওর স্ক্রিপ্ট ভাবনায় আছেন জমশেদ শামীম এবং ভিডিও নির্মাণ করেছেন ইলান। গীতিকার জামাল হোসেন বলেন, ‘সারা বিশে^র অনেক রাষ্ট্রই আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিপর্যস্ত। কারণে করোনা রুখতে আমরা নিশ্চয়ই সফল হবো। আমার নিজের ভালো লাগা থেকেই এই গান লেখা। গানটিতে শিল্পীরা ভীষণ আন্তরিকতা নিয়ে গেয়েছেন।’ গেল ১৫ মে গানটি ইউটিউব চ্যানেল ‘রঙ্গন মিউজিক’-এ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী সুবীরনন্দী’কে নিয়ে লেখা ‘অভিমান’ গানটিও গেল ৭ মে ‘রঙ্গন মিউজিক’-এ প্রকাশিত হয়েছে। গানটির সুর সংগীত করেছেন মুহিন খান এবং কণ্ঠ দিয়েছেন অপু আমান।