• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

ওয়েব সিরিজ ও ধারাবাহিক নাটক বানাবেন মিলন

| ঢাকা , রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০

image

অভিনেতা হিসেবেই পরিচিত ও জনপ্রিয় আনিসুর রহমান মিলন। অভিনয়ের ফাঁকে ফাঁকে নাটকও পরিচালনা করেন। এরই মধ্যে একাধিক নাটক নির্মাণ করেছেন তিনি। এবার ধারাবাহিক নাটক পরিচালনা করবেন এ অভিনেতা। নাম চূড়ান্ত না হওয়া এ নাটকের অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে এখন। এ প্রসঙ্গে মিলন বলেন, নাটক নির্মাণের পর অনেকেই ধারাবাহিক নাটক নির্মাণের জন্য উৎসাহ দিচ্ছে ক্রমাগত। তাছাড়া আমারও আগ্রহ প্রবল। সব মিলিয়ে ধারাবাহিক নাটকের নির্মাণ শুরু করব অল্প সময়ের মধ্যেই।’ এটি ছাড়াও একটি ওয়েব সিরিজ নির্মাণেরও পরিকল্পনা আছে তার। এর গল্পও হবে তার লেখা। বর্তমানে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য কক্সবাজারে অবস্থান করছেন এ অভিনেতা। পাশাপাশি কয়েকটি ধারাবাহিক নাটকেও কাজ করছেন তিনি। এছাড়া চুক্তিবদ্ধ আছেন একাধিক ছবিতে। সাইফ চন্দনের পরিচালনায় ‘ওস্তাদ’ এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে যোগ দেবেন আগামী মাসে। দুটি ছবিরই কাজ শেষ পর্যায়ে আছে।