• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭, ১৯ জিলকদ ১৪৪১

এফএ সুমনের ‘অন্তর পুড়ে ছাই’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯

সিএমভির ব্যানারে প্রকাশ পেল নতুন গান ‘অন্তর পুড়ে ছাই’। গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী এফ এ সুমন। ‘সারা অন্তর পুড়ে পুড়ে হয়ে গেছি ধূলি-ছাই, আমি নিদারুণ ক্ষয়ে যাই, তোমার প্রেমে দুঃখ বাড়াই’- এমন কথার গানটির কথা লিখেছেন আরিফ মজুমদার। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চ্যাটার্জি।