• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৯ জুন ২০১৯, ৫ আষাঢ় ১৪২৫, ১৫ শাওয়াল ১৪৪০

এনটিভিতে ‘পৃষ্ঠা নং ১৩২’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

image

এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘পৃষ্ঠা নং ১৩২’। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। অভিনয়ে- আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, মাজনুন মিজান, দাউদ নূর, মর্জিনা সুমি প্রমুখ। ‘উদীয়মান লেখক হাসান, একটা উপন্যাস লেখার উদ্দেশ্যে শ্রীমঙ্গলে বাল্যসখা রবিনের বাংলোতে গিয়ে উঠে। সেখানেই একদিন পাহাড়ি চূড়ার ভাঁজে রিনি নামের এক স্বাস্থ্যকর্মীকে দেখতে পায় হাসান। ক্ষণিকের দেখা অচেনা মেয়েটি বার বার তাকে ইশারায় ডেকেছে , হাসান ছুটে গেছে মেঘে ঘেরা পাহাড় চূড়ায়, যেখানে তিন পাতার মুন্ডু গেলে ছোট ছোট চায়ের দানা বের হয়। সর্প গন্ধা, নাগ লক্ষী, লজ্জাবতীরা কুয়াশা ভেদ করে চেয়ে থাকে। শব্দের পাহাড় ডিঙিয়ে ঝিরিতে ঝাপিয়ে পড়ে, যেখানে গল্প খোঁজার জন্য রাত জাগতে হয় না, শুধু চেয়ে থাকলেই হাজারও পাতা এসে কানে কানে গল্প শোনায়। এমনই এক নির্জনতায় হাসান হেটে চলছে। এগোতে থাকে পৃষ্ঠা নাম্বার।’