অবন্তি সিথি এখন এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয়। তার বিশেষ গুণ যে কোনো গান তিনি শিষ দিয়ে গাইতে পারেন। শিষ ছাড়াও কাপ সংয়ে রয়েছে তার যথেষ্ট দক্ষতা। জি বাংলায় সারে গামা পাতে তার এই শিষের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কলকাতার বিচারকরা। এবারের ঈদে অবন্তি সিথির দুইটি লাইভ টিভি শো রয়েছে। ঈদের দ্বিতীয় দিন দেশ টিভিতে। পঞ্চম দিন বাংলা টিভিতে। বাংলাদেশ টেলিভিশনও একটি শো করেছে। ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় দাদাগিরির স্পেশাল একটা ইপিসোডে অংশ নিতে তিন দিন আগে ঝটিকা সফরে কলকাতা গিয়েছিলেন অবন্তি। সেই এপিসোডে অংশ নিয়ে আজ দেশে ফিরছেন এই হুইসেল কুইন। বাপ্পা মজুমদারের সুর ও ধ্রুব এষের লেখা ‘আরেকটু পর’ গান প্রকাশ করেছেন তার ইউটিউব চ্যানেলে। এর আগে আরকেটি গান করেছেন ‘তুমি বৃষ্টি ভালোবাসো’। নিজস্ব অবন্তিয়ান্স ব্যান্ড নিয়েও কাজ করছেন।
জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর অবন্তি সিথির। রসায়নের ল্যাবের চেয়ে তার মন পড়ে থাকতো বাদ্য-যন্ত্রের দিকে। কাপ দিয়ে গান গাইতে গাইতে কাপ সংয়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেন। পরবর্তীতে তিনি এপার-ওপার বাংলায় ‘শিষপ্রিয়া’ হিসেবে পরিচিতি পান। জি বাংলার সারে গামা পাতে অসাধারণ শিষ বাজিয়ে বিচারকদের মুগ্ধ করেন। সিথি গলায় যে গান গাইতে পারেন তা শিষ দিয়েও করতে পারেন। অসম্ভব ভিন্নধর্মী এক গুণ। সম্প্রতি কলকাতার শিল্পী পান্ডার সঙ্গে একটি ডুয়েট গেয়েছেন বাংলাদেশের এই প্রতিভাবান শিল্পী।
এবারের কোরবানির ঈদের ছবি নিয়ে তেমন আলোচনা না থাকলেও ঈদুল আজহা উপলক্ষে
মুজিব পরদেশী, গ্রামবাংলার শ্রোতাদর্শকের ভীষণ প্রিয় একজন শিল্পী। অনেকটাই নিভৃতচারী আর প্রচার
টেলিভিশন নাটকের ক্ষেত্রে বর্তমান সময়ের ব্যাপক জনপ্রিয় এক নাম সাগর জাহান; যার
মঞ্চের পাশাপাশি ছোট পর্দা ও বড় পর্দাতে নিয়মিত কাজ করেন চঞ্চল সৈকত।
বাজেটসহ নানামুখী সংকটের কারণে বর্তমানে পরিচালক ও প্রযোজকদের চাহিদাই থাকে দুই থেকে
এনটিভি ঈদুল আজহার ১ম দিন ০৮ : ০০ শিশুতোষ অনুষ্ঠান : ঘাস ফড়িং। ০৮ :