• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ৩১ মে ২০২০, ১৭ জৈষ্ঠ ১৪২৭, ৭ শাওয়াল ১৪৪১

ইন্দুবালা’র কাজ শেষ করে ‘বেলা অবেলা’য় শাহনূর

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শুক্রবার, ১৫ মার্চ ২০১৯

image

চিত্রনায়িকা শাহনূর এরই মধ্যে জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন। আগামী সপ্তাহেই তিনি তাজু কামরুলের নির্দেশনায় ‘বেলা-অবেলা’ সিনেমার কাজ শুরু করবেন। যদিওবা এরই মধ্যে তিনি এ সিনেমার কাজ শুরু করেছেন। পরবর্তী লটের কাজ শুরু করবেন তিনি আগামী সপ্তাহে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক ইমন। শাহনূর বলেন, ‘আমি এরই মধ্যে ইন্দুবালা সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছি। সিনেমাটি সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ এদিকে শাহনূর শাবনূরকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন গত বছরের শেষপ্রান্তে। শাহনূর জানান, শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণেরও কাজ চলছে। চলতি বছরেই তথ্যচিত্রটি নির্মাণ শেষে তা দর্শকের সামনে তুলে ধরবেন তিনি। শাহনূর বলেন, শাবনূর আমার খুব ভালো একজন বন্ধু। দীর্ঘদিন তাকে কাছে থেকে দেখেছি। সেই কাছে থেকে দেখা এবং আরও নানান বিষয়ের গল্প উঠে আসবে এ তথ্যচিত্রে।