• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৪ কার্তিক ১৪২৭, ১২ রবিউল ‍আউয়াল ১৪৪২

আট বিভাগে ‘বৈশাখিনী’র মঞ্চস্থ করবে ‘শব্দাবলী’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বুধবার, ১২ জুন ২০১৯

image

মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার গল্পের নাটক ‘বৈশাখিনী’ দেশের আটটি বিভাগে মঞ্চস্থ করতে যাচ্ছে নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার। শব্দাবলীর ৬৬তম প্রযোজনা এটি। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে নাটকটি তারা মঞ্চস্থ করছেন বলে শব্দাবলীর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ বরিশাল বিভাগের ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে বৈশাখিনী’র প্রথম মঞ্চায়ন হবে। এরপর একই বিভাগের- পটুয়াখালী ও বড়গুনায় মঞ্চস্থ করা হবে নাটকটি। বরিশাল বিভাগ শেষে ‘বৈশাখিনী’ মঞ্চস্থ হবে যথাক্রমে- সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে। নাটকটির মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। নতুন আঙ্গিকে এর নাট্যরূপ দিয়েছেন ড. মাহফুজা হিলালী। নির্দেশনা দিয়েছেন সৈয়দ দুলাল।