• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

আজ থেকে ‘গোল্লাছুট’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , রোববার, ০৫ জানুয়ারী ২০২০

image

আজ আরটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গোল্লাছুট’। রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টায় প্রচার হবে নাটকটি। শহর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কলোনি কালচার। গড়ে উঠছে প্রচুর একক ইমারত। অনেকটা এমন দৃষ্টিকোণ থেকে ‘গোল্লাছুট’ নাটকে কলোনির গল্প তুলে আনার চেষ্টা করেছেন মীর সামি। আর নাটকটি পরিচালনা করছেন মাতিয়া বানু শুকু।

মীর সামি বলেন, ‘নাটকটি দেখলে দর্শকরা নস্টালজিয়ায় ভুগবেন। কারণ, বেশিরভাগ দর্শকেরই কলোনিকেন্দ্রিক অতীত রয়েছে বলে আমার ধারণা। পরিচালক শুকু বলেন, ‘নাটকটি প্রচারে আসা নিয়ে শঙ্কায় ছিলাম। তবে অবশেষে সম্প্রচার হতে যাচ্ছে। মোহনা অডিও ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত ‘গোল্লাছুট’ নাটকটিতে অভিনয় করছেন আ খ ম হাসান, মৌসুমি হামিদ, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, সাফা কবির, তৌসিফ মাহবুবসহ অনেকে।