মিল্কীর কথা-সুরে
সম্প্রতি জনপ্রিয় কয়েকজন শিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছে তৌহিদুল আলম মিল্কীর লেখা এবং সুরারোপিত ৬টি গান। এই গান গুলো প্রকাশের জন্য ‘আকাশবাড়ী কমিউনিকেশনস’ নামে একটি প্লাটফর্ম বানিয়েছেন তিনি। স্বনামখ্যাত হলিডে ট্যুরস অ্যান্ড ট্র্যাভেল কোম্পানি আকাশকাড়ি হলিডেজের অঙ্গপ্রতিষ্ঠান এ ‘আকাশবাড়ী কমিউনিকেশনস’। তিনি এই দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এখন তার পরিকল্পনা নিজের লেখা এবং সুর করা গানগুলো তিনি তুলে দেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে একসঙ্গে নতুন ৬টি গান মুক্তি পাচ্ছে আকাশবাড়ী কমিউনিকেশনস এর ইউটিউব চ্যানেলে। বেলাল খান, এফ এ সুমন, সুফি গানের শিল্পী শফি মণ্ডল এবং পলাশের কণ্ঠে রেকর্ড করা হয়েছে তার কথা ও সুর এবং সংগীত পরিচালনায় ৫টি গান, মিল্কী নিজেও গেয়েছেন একটি গান। গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন তমাল হাসান। বেলাল খানের কণ্ঠে ‘আমি একটু একটু করে... যাচ্ছি দূরে সরে’ শীর্ষক গানটি ইতোমধ্যেই মুক্তি পেয়েছে আকাশবাড়ির ইউটিউব চ্যানেলে এ। বাকী গান গুলো মুক্তির অপেক্ষায় আছে। মিল্কী বলেন, ‘আকাশবাড়ী কমিউনিকেশনস সবার জন্যই। এটি প্রফেশনাল অ্যাঙ্গেলেই মুভ করবে। পেশাদার জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল এবং গান নিয়ে যারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ প্রদানের একটি প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে আকাশবাড়ী কমউিনিকেশনস।’ তৌহিদুল আলম মিল্কী। পেশায় ব্যবসায়ী, কিন্তু গান-কবিতায় বিচরণ তার শৈশব থেকেই। গীটার হাতে গান গেয়ে স্কুল-কলেজের গণ্ডি মাতিয়ে দিতে পারতেন খুব সহযেই। গান লিখতেন, সুর দিতেন। সেই গান বন্ধু-বান্ধবদের গেয়ে শোনাতেন, মতামত নিতেন কেমন হচ্ছে?
বাংলাদেশের নাট্যাঙ্গনের এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস দীর্ঘদিন ধরে সপরিবারে সূদূর
বিশিষ্ট যাত্রাভিনেতা ও যাত্রাপালার পরিচালক প্রয়াত কাজী শহিদুল ইসলাম রুমির স্মরণে ২৭
‘সুলতান স্বর্ণ পদক-২০২০’
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছর ১ জন
এবার তার সেসব ভক্তের জন্য বিশেষ কনসার্টের আয়োজন করছেন সংগীতশিল্পী মেহরীন মাহমুদ।
আগামী ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নাট্যপরিচালক মিজানুর রহমান আরিয়ান
সম্প্রতি জনপ্রিয় কয়েকজন শিল্পীর কণ্ঠে ধারণ করা হয়েছে তৌহিদুল আলম মিল্কীর লেখা
১ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে আসছে নতুন গান ‘ঘুণপোকা’।