• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১ মহররম ১৪৪২, ১২ আশ্বিন ১৪২৭

‘বঙ্গবন্ধু ছিলেন বি্শ্ব নেতা’

সংবাদ :
  • প্রতিনিধি, গাজীপুর

| ঢাকা , শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এ বছর আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী মুজিববর্ষ পালন করছি। বঙ্গবন্ধু শুধু বাঙালী জাতির নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা। বিশ্বের অনেক দেশে তাঁর জন্মশতবার্ষিকী পালন করা হবে। বঙ্গবন্ধু শুধু রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি বিপ্লবী নেতা ছিলেন। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, জাতিকে সে স্বপ্ন দেখিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না।

মন্ত্রী বৃহ¯পতিবার বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিকলীগ বাসন ও কোনাবাড়ি মেট্রো থানার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।