ফুলবাড়ী (দিনাজপুর) : বাংলামতির (ব্রি ধান-৫০) ক্ষেত পরিচর্যা করছেন কৃষক -সংবাদ
উৎপাদন ব্যয় কম, আশানুরূপ ফলন পাওয়াসহ বাজারে ধানের মূল্য চাহিদানুযায়ী পাওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীর চাষিরা বাংলামতি (ব্রি ধান-৫০) সুগন্ধী ধান চাষে আগ্রহী হয়ে ওঠছেন। বোরো চাষ মৌসুমে বোরো ধান চাষের পাশাপাশি উপজেলার ২৫০ চাষি ১৫ একর জমিতে বাংলামতি সুগন্ধী ধান চাষ করে সাফলতা পেয়েছেন। জানা যায়, সুগন্ধী ধানের উৎপাদন বৃদ্ধিসহ চাষিদের উৎপাদন ব্যয় কমিয়ে আয় বৃদ্ধিসহ জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় পেইস প্রকল্পের আওতায় উপজেলার আলাদিপুর ও বেতদীঘি ইউনিয়নের ৫১৯ জন কিষান-কিষানীকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা কৃষি অধিদফতরের সহযোগিতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সুগন্ধী ধান চাষের উন্নত পদ্ধতি, রোগবালাই দমন, বীজ উৎপাদন, সংরক্ষণসহ উৎপাদিত ধান বাজারজাতকতরণের ওপর আলোকপাত করা হয়।সুগন্ধী বাংলামতি ধান উৎপাদনকারী উপজেলার দক্ষিণ আলাদিপুর গ্রামের চাষি মানিক সরকার বলেন, সুগন্ধী ধান উৎপাদনের আগ্রহ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ নিয়ে ৩৩ শতাংশ জমিতে বাংলামতি (ব্রি ধান-৫০) চাষ করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পোকামাকড় দমনের মাধ্যমে উৎপাদন ব্যয় কম হওয়াসহ ফলন বেশি হয়েছে।
ওই পরিমাণ জমিতে ধান উৎপন্ন হয়েছে ২৫ মণ। উৎপাদন খরচ হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। উৎপাদিত ২৫ মণ ধান ২২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে লাভ হয়েছে ১৪ হাজার টাকা। উপজেলার বেতদীঘি ইউনিয়নের ফরিদাবাদ আদিবাসীপাড়ার কিষানী ময়না সরেন বলেন, প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে ৩০ শতাংশ জমিতে বাংলামিত (ব্রি ধান-৫০) চাষ করেন।
এতে ফলন হয়েছে ২০ মণ। উৎপাদন ব্যয় হয়েছে ৭ হাজার ৫৭৬ টাকা। ১৯ হাজার ১৯৯ টাকায় ধান বিক্রি করে লাভ করেছেন ১১ হাজার ৬২৩ টাকা। আগামী বছরে আরও বেশি বর্গা জমি নিয়ে ব্রি ধান-৫০ চাষ করার পরিকল্পনা করছেন।
গ্রাম বিকাশ কেন্দ্র সংস্থার সুগন্ধী ধান উৎপাদন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. লিয়াকত আলী বলেন, বিজিকে সংস্থার মূল্য উদ্দেশ্য হচ্ছে প্রচলিত পদ্ধতির চাষাবাদ থেকে চাষিদের বের করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধির মাধ্যমে চাষিদের আয় বৃদ্ধিসহ জীবনযাত্রার মান উন্নয়ন করা। বাজারজাত করণে কার্যকরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে চাষিদের উৎপাদন ফসলের চাহিদানুযায়ী মূল্য নিশ্চিত করা।
ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রাণ ও সিটি গ্রুপের এজেন্ট এবং আমবাড়ি ইস্তিয়াক অটো রাইস মিলে চাষিরা ধান বিক্রি করে অধিক মুনাফা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ বলেন, আধুনিক প্রযুক্তিতে বাংলামতি (ব্রি ধান-৫০) আবাদে চাষিদের উৎপাদন খরচ হওয়ার পাশাপাশি ফলন ও দাম ভালো পাওয়ায় চাষিরা এ ধান চাষে আগ্রহী হয়ে ওঠছেন। চাহিদা থাকায় আগামীতে উপজেলায় কয়েকগুণ বেশি পরিমাণ জমিতে এ ধান চাষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ থেকে পরামর্শসহ সার্বিক সহযোগিতা চাষিদের দেয়া হচ্ছে।
৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী, যান চলাচল ব্যাহত
তিন দিনের টানা বর্ষণে মাতামুহুরী নদীতে থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে
বাগেরহাটের মংলা পৌরসভার নির্বাচনের মেয়াদ পূর্তির পর তিন বছর অতিবাহিত হলেও নির্বাচন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জে গ্রাম পুলিশ ও থানা পুলিশের মাঝে ঈদসামগ্রী
লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বন্ধের মধ্যে নিয়োগ বোর্ডের কাজ চলছে। একদিকে বোমাবাজির প্রতিবাদে প্রক্টরের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার রাজশাহী জেলার ১ লাখ ৭৯ হাজার ৩টি
লাঠি হাতে চলাফেরা পথচারীর
নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরসহ ৭ ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে পথচারীরা অতিষ্ঠ হয়ে
কেশবপুরে ইউএনও‘র দায়িত্বহীনতার কারণে ঋষি পল্লীর ৭ম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে
সিরাজগঞ্জে ঈদ মার্কেট জমে উঠেছে। মেয়েদেরও জমকালো দেশি-বিদেশি থ্রিপিচসহ শিশুদের। পোশাকের দাস
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ভোলাচং গ্রামের ঋষি পাড়াটি চোলাই মদ, গাঁজা, ইয়াবাসহ নেশার
পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ উদযাপনের লক্ষ্যে ৬৬ হাজার ৯১৬ পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফএর