• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ১৭ চৈত্র ১৪২৬, ৫ শাবান ১৪৪১

২৫ কি.ও. সোলার সিস্টেম উদ্বোধন

সংবাদ :
  • যশোর অফিস

| ঢাকা , সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের উদ্যোগকে এগিয়ে নিতে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে স্থাপন করা হয়েছে ২৫ কিলোওয়াটের সোলার সিস্টেম। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন গতকাল দুপুরে এই সোলার সিস্টেমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় আলেচনা সভা। সংস্থার পরিচালক কাজী মাজেদ নওয়াজের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ওজোপডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওজোপাডিকো যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংরক্ষণ ও পরিচালন) প্রকৌশলী শহীদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মেরিনা আখতার। ওজোপাডিকো যশোরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) জাহান-ই-শবনম, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক এবং পরিচালক (হিসাব ও অর্থ) বিশ্বজীৎ কুমার ঘোষসহ সংস্থার এবং ওজোপাডিকো যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।