• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ১০ আগস্ট ২০২০, ১৯ জিলহজ ১৪৪১, ২৬ শ্রাবণ ১৪২৭

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে ডাকাত হত

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

| ঢাকা , সোমবার, ০৮ এপ্রিল ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ডাকাতি করার সময় গুলিবিদ্ধ শরিফুল ইসলাম (২৫) নামে এক ডাকাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার ভোর ৫টার দিকে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে যমুনা কলেজের সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে পুলিশ। এ সময় একটি স্যুটার গান, ২ রাউন্ড গুলি ও ধারাল রামদা উদ্ধার করা হয়। এ সময় আহত দুই পুলিশ সদস্য জাহাঙ্গীর ও মিঠুন কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত শরিফুল ময়মনসিং জেলার হাসমত আলীর ছেলে । সে বর্তমানে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া গ্রামে মামা মনিরুজ্জামানের বাড়িতে থাকে।

সদর থানা ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সদর উপজেলার সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে তাঁত ব্যবসায়ীদের মালামাল ছিনতাইয়ের সময় পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের উপর হামলা চালায়। এতে জাহাঙ্গীর ও মিঠুন নামে দুই পুলিশ সদস্য আহত হয়। অভিযানের এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে যাবার সময় শরিফ গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যায়।