অন্য পেশায় ঝুঁকছেন শিল্পীরা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিভিন্ন এলাকা থেকে দিন দিন বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী হারিয়ে যাচ্ছে। উপজেলার সর্বত্র প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের তৈরি পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে এই সব পণ্য। ফলে এ পেশার সঙ্গে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে। তারা নিজ পেশায় টিকতে না পেরে ভিন্ন পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে।
উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ৫ শতাধিক বাঁশ-বেত শিল্পের কারিগর রয়েছে। পুঁজি স্বল্পতা, বাঁশ ও বেতের উৎপাদন হ্রাস, আর্থিক অসচ্ছলতা, উপকরণের অভাবেই আজ বিলুপ্তির পথে ঐহিত্যবাহী বাঁশ বেত শিল্প। সারাদেশের মতো এক সময় ব্যাপক প্রচলন ছিল বাঁশের তৈরি কুলা, ঝুড়ি, চাটাই, হাঁস মুরগির খাঁচা, ঘাড়া, বেতের চেয়ার, ধামা, চালুনি, ঢুলি, খলাই, বুরং, হাত পাখা। কিন্তু বাজারে প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় বাঁশ ও বেতের তৈরি জিনিসগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে।
উপজেলার বেতাগী সানকিপুর, বাশবাড়িয়া, রনগোপালদীসহ আরও কয়েকটি এলাকার বংশ পরস্পরায় বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত ছিল প্রায় ৫ শতাধিক পরিবার। কিন্তু বর্তমানে বেশিরভাগই পরিবারের সদস্যরাই পেশা বদল করে জীবিকা নির্বাহ করছেন। নিত্য নতুন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তৈরি করে থাকেন। যা উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে থাকে। এমনকি এ অঞ্চলের তৈরি এসব কুটির শিল্প সামগ্রী বেশ কয়েকটি দেশে যাচ্ছে।
বেতাগী সানকিপুর ইউপির ঠাকুরের হাট গ্রামের গনেশ চন্দ্র হাওলাদার ও সুবল মাঝি জানান, এক সময় তাদের কাছে ১০-১২জন করে বাঁশ ও বেত শিল্পের কারিগর ছিল। তখনকার দিনে একজন কারিগরের বেতন ছিল প্রতিদিন ২০০-২৫০ টাকা। এখনকার দিনে সে কারিগরদের বেতন দিতে হয় ৪০০-৫০০ টাকা। তাও সিজনের সময় পাওয়া যায় না। তারা আরও জানান, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের দাম বাড়ছে। আগে একটি বাঁশের দাম ছিল ৫০-৬০ টাকা, সেখানে এখন প্রতিটি বাঁশ কিনতে ১শত ৯০-২শত ৪০টাকায়। আর নির্বিচারে বন জঙ্গল উজাড় হওয়ার ফলে বেত গাছ এখন খুব একটা চোখে পড়ে না। তাই এ শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে।
উপজেলার ঠাকুরের হাট এলাকার কাত্তিক হাওলাদার কয়েক বছর হলো পৈত্রিক পেশা ছেড়ে দিয়ে এখন দিন মজুরি করছেন। তিনি বলেন, ‘বেত শিল্পে টাকা বিনিয়োগ করে খুব একটা লাভ হতো না। এখন গতর খেটে কাজ করি, দিন বাদে ২-৩শ’ টাকা রোজগার হয়। পরিবার নিয়ে খেয়ে পড়ে চলছি। তবে যেদিন কাজ না থাকে সেদিন অনেক কষ্ট হয়। তবে আগের চেয়ে অনেক ভালো আছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম (অ.দা.) বলেন, ‘ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গরা আছেন তাদের যদি ঋণ এর প্রয়োজন হয় সহজ শর্তে তাদের জন্য ব্যাংক ঋণ এর ব্যবস্থা করব।
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলওয়ের ৮শ’ একর জমির মধ্যে সাড়ে ৪শ’একর জমি গ্রাস করেছে অবৈধ দখলদারেরা। অবৈধভাবে দখলে
কলমাকান্দায় আসার পথে ফের ভারতীয় গরু আটক করলেন - এএসপি নেলী। যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। দুর্গাপুর
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনার প্রয়োজনে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে থাকা টমটম (ই-বাইক) এর সকল শোরুম বন্ধ করে সীলগালা করে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের সাপুড়িয়া খালের একটি লোহার সেতু ভেঙ্গে বালুবাহী ট্রলিসহ খালে পড়ে আনেস প্যাদা(৪০) নামের
কক্সবাজারের পেকুয়ায় প্রবাসী যুবক হত্যার একদিন পর একই এলাকায় ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
সিরাজগঞ্জর এনায়েতপুর এবং ঢাকার দোহারে গত বুধবার অগ্নিকাণ্ডের ঘটানায়
ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে টানা পঞ্চম দিনের মত অচল অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কিশোরগঞ্জ কারাগারে ৯ ট্রেডে প্রশিক্ষণ
কিশোরগঞ্জ কারাগারের কয়েদিদের দিয়ে চালানো হচ্ছে চাষাবাদ এবং বৃত্তিমূলক কাজ। দেয়া হচ্ছে কৃষি, মৎস্য, সেলাই, অ্যাব্রয়ডারি ও জুতা
গরু জব্দকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গুলিতে পঙ্গুত্ব বরণ আর অসুস্থ হয়ে বিছানায় পরে থাকা বহরপুর গ্রামের মানুষগুলো সাহায্য
মুক্তিযোদ্ধাদের সাংবাদিক সম্মেলন
পিরোজপুরের নাজিরপুরে এক আ’লীগ নেতাকে রাজাকার পুত্র দাবি করে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছেন। গত বুধবার উপজেলা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, কৃষি বিভাগে উপ-সহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা তাদের দায়িত্বের ৫০ ভাগ কাজও
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলের বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে জব্দকৃত দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে