• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭, ৪ রবিউল ‍আউয়াল ১৪৪২

যে চা-বাগানে প্রা. স্কুল নেই, সেখানে স্কুল হবে : বনমন্ত্রী

সংবাদ :
  • প্রতিনিধি, মৌলভীবাজার

| ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, যে সকল চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব বাগানে বিদ্যালয় স্থাপন করা হবে। বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে চা শ্রমিকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ হয়েছে।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রোববার বিকেলে তিনি এসব কথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, চা শিল্পের উন্নয়নে চোরাই পথে ভারত থেকে চা-পাতা আসা বন্ধ করতে হবে। ভারতীয় পা-পাতা আসা বন্ধে বিজিবিসহ সংশ্লিষ্টদের সদা জাগ্রত থাকতে হবে ।

গত ১২ জানুয়ারি রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের নাচঘরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পাঁয়রা উড়িয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গল শাখার উপ-পরিচালক নাহিদুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ইনডিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্ট এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম, কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা চৌধুরী প্রমুখ।