• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৫, ১৭ শাবান ১৪৪০

ব্যবসায়ী নির্যাতনে এসআই ক্লোজড

সংবাদ :
  • প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)

| ঢাকা , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

কুষ্টিয়ার খোকসায় ব্যবসায়ীকে মাদক ব্যবসায় জড়িত থাকার ভুয়া কারণ দেখিয়ে দোকান থেকে তুলে এনে থানায় আটকে উৎকোচের দাবিতে নির্যাতন করার ঘটনায় খোকসা থানার এসআইকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায় গত ১২ এপ্রিল রাতে খোকসা থানার এসআই শাহ্ আলী ও এএসআই গোলাম রসুল খোকসার কমলাপুর গ্রামে গিয়ে মুদি দোকানদার শাহীন (৪৫) কে খোকসা থানায় নিয়ে আসে। থানায় আসার পথে ব্যবসায়ীকে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে। আটক শাহীন মুঠোফোনে এ ঘটনাটি খোকসা পৌরভার ওয়ার্ড কাউন্সিলকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ ওই ব্যবসায়ীকে থানায় নিয়ে অর্থের দাবিতে শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্ততায় রাতেই শাহীন কে থানা থেকে ছেড়ে দেয়া হয়। নির্যাতনের শিকার শাহীন কমলাপুর গ্রামের প্রয়াত আকবর আলীর ছেলে। গ্রামেই তার একটি মুদি দোকান ও চায়ের স্টল রয়েছে। সে দুই সন্তানের জনক। পুলিশের একটি সূত্র জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপারের নির্দেশে রাতেই এসআই শাহ্ আলীকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজ করার হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুদ্বীপ কুমার সাহা, বলে শাহীনের হাত পা ও শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। তবে সে মাদকাশক্ত নয় বলেও তিনি মনে করেন। তবে এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ বলেন, প্রশাসনিক কারণে খোকসা থানার একজন অফিসারকে ক্লোজ করা হয়েছে।