• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ৩ মাঘ ১৪২৭, ৩ জমাদিউস সানি ১৪৪২

বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার যুদ্ধশিশুকে ডিসির অটোরিকশা

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, ঠাকুরগাঁও

| ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০১৯

image

ঠাকুরগাঁও : যুদ্ধশিশুকে অটোরিকশা দিচ্ছে জেলা প্রশাসন -সংবাদ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নন্দুয়ার ইউনিয়নের বীরাঙ্গনা টেপরি বেওয়ার (৭০) যুদ্ধশিশু সুধীর চন্দ্র রায়কে (৪৮) অটোবাইক অনুদান দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন ও রাণীশংকৈল উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় গত ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের একটি অটোবাইক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার অজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা, সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা, এনডিসি অমিত কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা। প্রায় ছয়মাস আগে বীরাঙ্গনা টেপরি বেওয়ার সঙ্গে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এর পরিচয় হয় বটগাছ তলায় জেলা শিল্পকলা একাডেমির এক সঙ্গীত অনুষ্ঠানে। তাৎক্ষণিকভাবে তিনি তাকে কয়েক বান্ডিল টিন ও কিছু আর্থিক সহায়তা করেছিলেন। কিছুদিন আগে জেলা প্রশাসকের নির্দেশে ঠাকুরগাঁও সদর ইউএনও, এসিল্যান্ড উভয়ই সূধীরের বাড়িতে যায়। জানা যায়, সূধীর আগে ভ্যান চালাত। বয়সের জন্য ভ্যান চালাতে কষ্ট হয়। একটা ইজিবাইক হলে ভালো হয়। তাছাড়া তার মেয়ে দিনাজপুরে অর্নাস পড়ে তার পড়াশোনা ব্যয় নির্বাহের জন্য কিছু থোক আর্থিক বরাদ্দ পেলে আর কোন সমস্যা থাকে না। জেলা প্রশাসন হতে একটি ইজিবাইক বাইক কিনে সূধীর কে দেয়া হয়েছে। জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম জানান, থোক আর্থিক বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে পত্র দেয়া হবে।