• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ৩১ জুলাই ২০২০, ৯ জিলহজ ১৪৪১, ৩১ জুলাই ২০২০

নাগেশ্বরীতে শ্রমিকের মরদেহ উদ্ধার : আটক ৩

সংবাদ :
  • প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

| ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

নাগেশ্বরীতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি পুলিশটারী গ্রামের প্রয়াত সাইফুর রহমানের ছেলে টাইলস মিস্ত্রি মামুন (১৮) গত সোমবার সকালে কাজে বের হয়ে বাড়ি ফেরেনি। পরদিন মঙ্গলবার সকালে তার কাঁদামাখা লাশ পাওয়া যায় বাড়ি থেকে প্রায় আড়াই কি.মি দূরে একটি ধান ক্ষেতে। খবর পেয়ে দুপুরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় নিহতের মা আরিফা বেগম অজ্ঞাত আসামি উল্লেখ করে গত মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওইদিন বিকেলে ২ জন ও পরদিন বুধবার ১ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

নাগেশ্বরী থানা তদন্ত ওসি পলাশ কুমার ম-ল বুধবার জানান, এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে এর সঙ্গে জড়িত সকলকে গ্রেফতারের চেষ্টা চলছে।