• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৩ সফর ১৪৪২, ১৬ আশ্বিন ১৪২৭

দুই জেলায় ত্রাণ চোরদের গ্রেফতারে সিপিবির মানববন্ধন নওগাঁ

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, নওগাঁ

| ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২০

দেশের করোনা-মহামারির বিপর্যয়ের ফলে সৃষ্ট গণদুর্যোগের সুযোগে কিছু অমানুষের লুটপাটের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ করার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি-নওগাঁ জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরস্থ ব্রিজের মোড় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে। সিপিবি-নওগাঁ জেলা শাখার সভাপতি কমরেড এ্যাডভোকেট মহসীন রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম খোকন, সাবেক সভাপতি কমরেড প্রদ্যুৎ ফৌজদার, যুব নেতা কমরেড আলীমুর রেজা রানা, কমরেড এ্যাডভোকেট মমিনুল ইসলাম স্বপন প্রমুখ।

পটুয়াখালী

প্রতিনিধি, পটুয়াখালী

ত্রাণ চোর ও লুটপাটকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে জেলা কমিউনিস্ট পার্টি পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সকাল সাড়ে ১০টায় সরকারি কলেজ রোডের কায়ালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে তারা জমায়েত করে। পরে সেখানে মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধনে ত্রাণ চোর, লুটপাটকারী, দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ত্রানে স্বজন প্রতিবন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, সাধারণ সম্পাদক সমীর কর্মকার, উপজেলা কমিউনিস্ট পার্টিও সহসাধারণ সম্পাদক সুভাষনাগ, যুব ইউনিয়নের জেলা সভাপতি এমএহাই ও প্রগতি লেখক সংগের কেন্দ্রীয় সদস্য সুভাষ চন্দ।