• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮, ২৯ অগ্রহায়ণ ১৪২৫, ৫ রবিউল সানি ১৪৪০

দশমিনায় তিন প্রকল্প উদ্বোধন

সংবাদ :
  • প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

| ঢাকা , মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

image

দশমিনা (পটুয়াখালী) : উপজেলার বড়গোপালদীতে অজুফা খানম দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন কাম সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন করেন আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি -সংবাদ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি ৩টি প্রকল্পের গত রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলার বাঁশবাড়িয়া, বেতাগী সানকিপুর ও বহরমপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩টি প্রকল্প উদ্বোধন করা হয়। প্রকল্পগুলো হলো উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের বাংলাবাজার বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ, বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন কাম সাইক্লোন সেল্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী অজুফা খানম দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন কাম সাইক্লোন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন। এ ছাড়া একই দিন বিকালে উপজেলার বহরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক বিশাল সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন তিনি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মিয়া, সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা প্রমুখ।