• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৩ সফর ১৪৪২, ১৬ আশ্বিন ১৪২৭

টেকনাফে ডিসেম্বরে রাজস্ব আদায় ১৪ কোটি

সংবাদ :
  • প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

| ঢাকা , শুক্রবার, ০৪ জানুয়ারী ২০১৯

জাতীয় সংসদ নির্বাচনের মাঝেও টেকনাফ স্থল বন্দরে সীমান্ত বাণিজ্যে ডিসেম্বর মাসে ১৪ কোটি ১২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে মায়ানমার পণ্য আমদানি স্বাভাবিক থাকায় রাজস্ব আদায়ও অনেকটা স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন শুল্ক বিভাগ।

শুল্ক ষ্টেশন সূত্রে জানায়, ২০১৮-২০১৯ অর্থবছরের ডিসেম্বর মাসে ৩৫৬টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। শুল্ক স্টেশনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এ মাসে ১৩ কোটি ২৭ লাখ টাকা মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫ লাখ ৭৮ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এতে মায়ানমার থেকে পণ্য আমদানি করা হয় ৫৭ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার টাকার।

অপরদিকে ৫৩টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার পণ্য মায়ানমারের রফতানি করা হয়েছে। এছাড়া শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে ৪ হাজার ৯১৪টি গরু, ৯৮৯টি মহিষ আমদানি করে ২৯ লাখ ৫১ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় করা হয় বলেও জানায়।

গত ডিসেম্বর মাসে একের পর এক সর্তক সঙ্কেতের কারণে সাগর উত্তাল থাকায় পণ্য পরিবহনে সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ মাসে বাণিজ্য ব্যবসায় স্থবিরতা নেমে আসে। ফলে পণ্য আমদানি রফতানিতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা শংকর কুমার দাশ বলেন, ডিসেম্বর মাসে মায়ানমার থেকে পণ্য আমদানি অনেকটা স্বাভাবিক থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ও কিছু বেশি হয়েছে। এ মাসে জাতীয় সংসদ নির্বাচন থাকায় ব্যবসায় কিছুটা স্থবিরতা দেখা দেয়। এর পরও বাণিজ্য ব্যবসায় গতি থাকায় তা সম্ভব হয়েছে।