• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯, ৪ অগ্রাহায়ণ ১৪২৬, ২১ রবিউল আওয়াল ১৪৪১

অর্থ আত্মসাৎ

খুলনা পলিটেকনিকের কোষাধ্যক্ষের ৫ বছরের দণ্ড

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা

| ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ আইয়ুব আলী খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩৯ লাখ ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন।

বিশেষ জজ আদালতের পিপি শেখ লুৎফুল কবির জানান, আইয়ুব আলী খান ২০১৩ সালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অবস্থায় ৩৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আইয়ুব আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন পলিটেকনিকের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। তিনি জানান, দীর্ঘ শুনানি শেষে আইয়ুব আলী খানের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড এবং আত্মসাত হওয়া টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।