• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০, ১১ ফল্গুন ১৪২৬, ২৯ জমাদিউল সানি ১৪৪১

কুবিতে শিক্ষার্থীকে মারধর

সংবাদ :
  • প্রতিনিধি, কুবি (কুমিল্লা)

| ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাতিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) মোহাম্মদ রুবেল নামের এক শিক্ষার্থী বাংলা বিভাগের তিনজন শিক্ষার্থী দ্বারা নিজ বিভাগের সামনেই মারধরের শিকার হয়েছে। গত বুধবার ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এনে বিশ^বিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করে ওই বিভাগের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থী মোহাম্মদ রুবেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত শিক্ষার্থীর পক্ষে লিখিত অভিযোগ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অভিযুক্তদের বিশ^বিদ্যালয় থেকে বহিস্কারের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সামনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেলের ওপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চড়াও হয়। এ সময় তার সঙ্গে অজ্ঞতানামা আরও দুই থেকে তিনজন মারধর করে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সে গুরুতর অসুস্থ হয়ে অচেতন হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।