• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭, ১৭ জিলকদ ১৪৪১

কুবিতে বিএনসিসি ক্যাম্পের উদ্বোধন

সংবাদ :
  • প্রতিনিধি, কুবি (কুমিল্লা)

| ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

image

কুবি (কুমিল্লা) : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসির ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য -সংবাদ

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের আয়োজনে সাত দিনব্যাপী ব্যাটালিয়ান ক্যাম্পিং-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে এ ক্যাম্পিং’র উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সপ্তাহব্যাপী এ ক্যাম্পিং চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ জি., কোর্স ও. আই. সি. মেজর শিব্বির আহমেদ বিপু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ক্যাম্পের ক্যাডেট অ্যাডজুটেন্ট তন্ময় কুমার সরকার প্রমুখ। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পিংয়ে ময়নামতি রেজিমেন্টের ৯নং ব্যাটালিয়ন এর ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন মহিলা ক্যাডেট ও ১৩৫ পুরুষ ক্যাডেট নিয়ে মোট ২০০ ক্যাডেটের অংশগ্রহণ করছে।