• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৭, ১৭ জিলকদ ১৪৪১

কিশোরগঞ্জ শিল্পকলার ব্যাপক কর্মযজ্ঞ

সংবাদ :
  • জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

| ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

image

কিশোরগঞ্জ : শিল্পকলার ৪ কোটি টাকার কর্মযজ্ঞের একাংশ -সংবাদ

কিশোরগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের ব্যাপক উন্নয়নযজ্ঞ চলছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ কয়েক মাস ধরে চলে শেষ পর্যায়ে রয়েছে। শিল্পকলার মিলনায়তনটি এতদিন ব্যবহারের অনুপযোগী ছিল। চারশ’ দর্শক-শ্রোতার ধারণ ক্ষমতাসম্পন্ন এ মিলনায়তনে কোন এসি ছিল না। এক্সস্ট ফ্যানগুলো ছিল অকেজো। ভেতরের গরম হাওয়া বের হবার কোন রাস্তা ছিল না। অনেক উঁচুতে ঝোলানো শিলিং ফ্যানের বাতাসও দর্শক-শ্রোতাদের স্বস্তি দিতে পারতো না। ফলে প্রচন্ড গরমে দর্শক-শ্রোতারা ভেতরে বেশিক্ষণ টিকতে পারতেন না। সাউন্ড সিস্টেম ছিল ত্রুটিপূর্ণ, প্রতিধ্বনি হতো। গান হোক আর আলোচনা হোক, কোনটাই শ্রোতারা স্পষ্ট শুনতে পেতেন না। আলোকসজ্জার অবস্থাও ছিল অপ্রতুল ও ত্রুটিপূর্ণ।

শিল্পকলার বর্তমান সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর উদ্যোগে এর উন্নয়নকাজ হাতে নেয়া হয়। সেন্ট্রাল এসি বসানো হয়েছে। ফাইভারের শক্ত আসনের স্থলে ফোমের আসন বসানো হচ্ছে। পুরো মিলনায়তনটিই ছাদ থেকে পাশের দেয়াল, মঞ্চ থেকে আলোক সম্পাতের উপকরণ, সবকিছুই আধুনিক আদলে সাজানো হয়েছে। মিলনায়তনের সুপরিসর বারান্দাটিও আধুনিক করা হয়েছে। সেখানেও অন্তত শদেড়েক মানুষ বসতে পারবেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ প্রতিনিধিকে জানিয়েছেন, জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে উন্নয়নকাজ শেষ পর্যায়ে রয়েছে। উন্নয়নের পর আগামীকাল শুক্রবারই সেখানে হবে প্রথম অনুষ্ঠান। এদিন শিল্পকলায় সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি জেলার গুণী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এদিকে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুজ্জামান জানিয়েছেন, পুরো কাজটি তিনিই তদারকি করছেন। এখানে প্রায় সাড়ে ৪ কোটি টাকার কাজ হচ্ছে বলে তিনি জানিয়েছেন।