• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৪ শ্রাবন ১৪২৫, ১৪ জিলকদ ১৪৪০

কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা আটক ১

সংবাদ :
  • প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

| ঢাকা , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে রিপা বিশ্বাস (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। রিপা শহরের ফয়লা মাষ্টারপাড়া এলাকার সুরঞ্জন বিশ্বাসের স্ত্রী ও মাগুরা জেলার শালিখা উপজেলার চটকাবাড়ে গ্রামের দিলিপ বিশ্বাসের মেয়ে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। সোমবার সকালে খবর পেয়ে থানার এস আই জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গৃহবধূর লাশ উদ্ধারসহ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনার নিহতের বাবা দিলিপ বিশ্বাস সোমবার সকালে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহত গৃহবধূর স্বামী আটক সুরঞ্জনের বড় ভাই সমিরন বিশ্বাস জানান, গত রাতে তারা বাড়িতে সকলে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তার ভাই সুরঞ্জন তাকে ডেকে তুলে বলে রিপার শারীরিক অবস্থা খারাপ। এ সময় তিনি ছোট ভাইয়ের ঘরে গিয়ে দেখেন রিপা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। তিনি তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসক খোকনকে বাড়িতে ডেকে আনেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।