• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৫ জুলাই ২০২০, ০১ শ্রাবণ ১৪২৭, ২৩ জিলকদ ১৪৪১

কালীগঞ্জে রাতে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক সকালে মুক্ত!

সংবাদ :
  • প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

| ঢাকা , সোমবার, ০৮ এপ্রিল ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে রাতে ইয়াবাসহ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার (৩৮) সহ দুইজন আটক হলেও থানা উপ-পরিদর্শক (এস.আই) আবদুর রহমানের ভালবাসায় পরদিন সকালে মুক্ত। একদিন পর বোল (বক্তব্য) পাল্টালে ফেলেন ওই এসআই।

জানা গেছে, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের স্লুইচ গেইট এলাকায় কালীগঞ্জ থানার এসআই আবদুর রহমানের নেতৃত্বে এসআই সোহেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ও একই গ্রামের আশ্রাব আলীর ছেলে শরীফ হোসেন (৩৫) ইয়াবাসহ আটক হয়। বিষয়টি জানার পর স্থানীয় গণমাধ্যম কর্মিরা ৫ এপ্রিল শুক্রবার সকাল ৯টার দিকে এসআই আবদুর রহমানকে ফোন দিলে তিনি জানান, ৩-৪ পিস ইয়াবা পেয়েছি।

এসআই আবদুর রহমান ও সোহেল মোল্লার ভুমিকার ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, এ ব্যাপারে তিনি আসলে কিছু জানেন না। তবে জেনে জানাবেন।