• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৯ মার্চ ২০২০, ১৫ চৈত্র ১৪২৬, ২৯ রজব সানি ১৪৪১

অর্থ আত্মসাৎ

ওসমানী মেডি. কলেজের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সংবাদ :
  • প্রতিনিধি, সিলেট

| ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালক (ডিডি) ডা. মো. আব্দুস ছালামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে এই চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুল আলম।

চার্জশিটে অভিযুক্তরা হলেন- ঢাকার কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাকির হোসেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক মো. আবদুল কুদ্দুছ আটিয়া ও তার ছেলে আরিফ আহমেদ। দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নুর-ই-আলম বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে সিলেটের আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। মামলার তদন্তও করে প্রধান কার্যালয়। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে ২৪টি ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাৎ করেছেন।