• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৫, ২২ জিলহজ ১৪৪০

মেঘ দেখলেই ছুটি

দশমিনায় ৫২ প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ

সংবাদ :
  • প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

| ঢাকা , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

image

দশমিনা (পটুয়াখালী) : দক্ষিণ-পূর্ব দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিত্যক্ত ভবন -সংবাদ

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অত্যধিক ঝুঁকিপূর্ণ। এ কারনে অনেকটা আতংকের মধ্যেই শিক্ষকরা পাঠদান চালিয়ে যাচ্ছেন। অনেক সময় আকাশে মেঘ দেখলেই জীবনের নিরাপত্তার জন্য স্কুল ছুটি দিতে হয়।

উপজেলা প্রাথমিক বিদ্যালয় সূত্র থেকে জানা যায়, প্রায় ৫২টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলা সদরের ৮০ নং দক্ষিণ-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯৭ নং রণগোপালদী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মারাতœক ঝুঁকি নিয়ে পাঠদান চলছে। বিদ্যালয় ভবনের ফাটলধরা অংশগুলো যে কোন সময় ধসে পড়তে পারে। শিক্ষকরা জানান, ১৯৯৯-২০০০ অর্থ বছরে বিদ্যালয়ের এই ভবনগুলো নির্মাণ করা হয়। ভবনের প্লাষ্টার খসে পড়ে ভিম ও কলামের ভিতরের লোহার রড দেখা যাচ্ছে। উপজেলার একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানায়, আকাশে মেঘ দেখলেই কিংবা সামান্য ঝড়-বৃষ্টি হলেই জীবন রক্ষার জন্য স্কুল ছুটি দিয়ে দিতে হয়। এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদ বলেন, প্রায় ৫২টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ন অবস্থায় আছে। ভবনগুলোর সংস্কার ও মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হয়েছে।