• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯, ৪ মাঘ ১৪২৫, ১০ জমাদিউল আউয়াল ১৪৪০

সংবাদে প্রতিবেদন প্রকাশের পর

আলমডাঙ্গা জিকে সেচ খাল পানিতে থৈ থৈ

সংবাদ :
  • প্রতিনিধি, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)

| ঢাকা , মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

image

আলমডাঙ্গা : জিকে খালে প্রবাহ বেড়েছে পানির -সংবাদ

গত ৬ ফেব্রুয়ারি দৈনিক সংবাদে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জিকে ক্যানেলের সেচ প্রকল্পের ওপর একটি সচিএ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রতিবেদনটি ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়। সচিএ প্রতিবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পর শনিবার জিকে ক্যানেলের সেচ প্রকল্পের মেইন চ্যানেলে পানিতে ভরে যায়।

মেইন চ্যানেলটি এখন পানিতে থৈ থৈ করছে। ইতোমধ্যে সেচ প্রকল্পের পানি সেচ নালা দিয়ে বোরো চাষিদের হাতের নাগালে চলে এসেছে। পানির জন্য বোরো চাষিদের হাহাকার থেমে গেছে। বোরো চাষিরা সেচ প্রকল্পের পানি দিয়ে ধান লাগাতে শুরু করে দিয়েছে। সময় মতো সেচের পানি পাওয়ার কারণে ধান রোপণের ভরা মৌসুমে জিকে ক্যানেলে পানির অভাব দূর হওয়ায় ৬৫ হাজার ৯শ’ বিঘা বোরো ধানের জমিতে সবুজ বিপ্লবের হাত ছানি দিচ্ছে। সেচ নালায় পানি পেয়ে চাষিদের মুখে হুাসির ঝিলিক ফুটে উঠেছে।