• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭, ১৩ রবিউস সানি ১৪৪২

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

সংবাদ :
  • প্রতিনিধি, কুমিল্লা

| ঢাকা , রোববার, ২২ নভেম্বর ২০২০

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। গতকাল র‌্যাবের দল জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ও বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় এ পৃথক অভিযান পরিচালনা করে।

সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে র‌্যাবের দল আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজিতে তল্লাশি করে ২৮১ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করা হয় এবং স্বপন মিয়া (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে। এদিকে দুপুরে জেলার বুড়িচং উপজেলার ছয়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে- বুড়িচং উপজেলার চড়ানল মধ্যপাড়া গ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে শাহিন (৩৫) ও নোয়াখালী সদরের উত্তর কালিরচর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে জসিম (৪০)।