• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬, ৩ রজব ১৪৪১

হোল্ডিং ট্যাক্স দেয়া যাবে অনলাইনে

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮

অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ফি আদায়ে পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে নাগরিকদের সেবা দেয়া অনেক সহজ হবে বলে জানিয়েছে ডিএনসিসি। গতকাল ডিএনসিসির গুলশানের নগর ভবনে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে চুক্তি হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন মানুষ ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি জমা দিতে পারবেন। এতে সময়, শ্রম, অর্থের সাশ্রয় হবে। নগরবাসীকে কাংক্ষিত সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য সেবা পাওয়া সহজ করতে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম। তিনি বলেন, উন্নত বিশ্বের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনও কাগজবিহীন অফিসের দিকে যাচ্ছে। আমরা ক্যাশলেস ট্রানজেকশনের দিকে যাচ্ছি। অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের মধ্য দিয়ে নাগরিকদের বিড়ম্বনা দূর হবে। সিটি করপোরেশনের ওপর নাগরিকদের আস্থাও বাড়বে।

অনুষ্ঠানে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্টের উপ-প্রকল্প পরিচালক উত্তম কুমার কর্মকার, ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।