• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৩ সফর ১৪৪২, ১৬ আশ্বিন ১৪২৭

হিলিতে ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পিয়াজ

    সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পিয়াজের দাম কমতে শুরু করেছে। গত মঙ্গলবার সেখানকার পাইকারি বাজারে প্রতি কেজি পিয়াজের দাম ১৮ টাকায় নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কোরবানির ঈদের আগে ভারত থেকে পিয়াজ আমদানি বাড়ানো হয়েছে। এ কারণে পাইকারি পর্যায়ে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

গতকাল হিলির পাইকারি বাজার ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পিয়াজ মানভেদে ১৮-২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। একদিন আগেও আমদানি করা প্রতি কেজি পিয়াজ ২০-২২ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে একদিনে পাইকারি বাজারে পিয়াজের দাম কেজিপ্রতি আরও ২ টাকা কমেছে। সেখানকার একজন পিয়াজ ব্যবসায়ী বলেন, কোরবানি ঈদ সামনে রেখে দেশে পিয়াজের বাড়তি চাহিদার কথা বিবেচনায় নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছেন স্থানীয় আমদানিকারকরা। আগে এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০-২৫ ট্রাক পিয়াজ আমদানি হলেও গতকাল একদিনেই ভারত থেকে ৬৫ ট্রাকে প্রায় ১ হাজার ৩০০ টন পিয়াজ আমদানি হয়েছে। শুধু সড়কপথে নয়, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে রেলপথেও পিয়াজ আমদানি হচ্ছে। করোনাকালে রেলপথে সাড়ে ছয় হাজার টন পিয়াজ আমদানি হয়েছে।