• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৪ অক্টোবর ২০১৮, ৯ কার্তিক ১৪২৫, ১৩ সফর ১৪৪০

শ্রমিক কল্যাণ তহবিলে ৪ কোটি টাকা দিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮

প্রথমবারের মতো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৪ কোটি ৪ লাখ ২২ হাজার ৪৪০ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।

গতকাল সচিবালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে গত চার বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশের একটি চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি. এর নির্বাহী পরিচালক তানভীর আলী, সামাদ মীর আলী, সিনিয়র মহাব্যবস্থাপক কাজী তৌহিদুজ্জামান এবং মহাব্যবস্থাপক মাজাহারুল হাসান খান এবং সত্য রঞ্জন মন্ডলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রম আইন মেনে প্রতিটি কোম্পানিকে লাভের নির্দিষ্ট অংশ ৫ শতাংশ শ্রমিক কল্যাণে এবং একই সঙ্গে লাভের ৫ শতাংশের এক দশমাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করার আহ্বান জানান।