• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯, ৪ মাঘ ১৪২৫, ১০ জমাদিউল আউয়াল ১৪৪০

শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিপিও’র প্রস্তুতি জরুরি : শিল্পমন্ত্রী

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পকে চ্যালেঞ্জের মুখোমুখী দাঁড় করিয়েছে। দ্রুত পরিবর্তনশীল আইটি ও প্রযুক্তির বিকাশ এর জন্য দায়ী। চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই বিপিও খাতে প্রস্তুতি রাখা জরুরি।

গতকাল ঢাকায় অনুষ্ঠিত বিপিও সামিটের শেষ দিনে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন : চ্যালেঞ্জেস ইন বিপিও’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বোস্টন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনিরের পরিচালনায় আলোচনায় অংশ নেন কাজী আইটির প্রধান নির্বাহী মাইকি কাজী, লোজলি কাপলড টেকনোলজির প্রধান নির্বাহী ফিরোজ এম জাহিদুর রহমান, আইবিএম ইন্ডিয়ার কর্মকর্তা আমির শাহুল ও নিপুন মেহরোত্রা, ইন্টিলেনেন্ট গ্লোবাল সার্ভিসের পরিচালক কানওয়ার বি সিংহ।

দেশের বেকারত্ব সমস্যা সমাধানেও বিপিও খাত ‘বড় অবদান’ রাখতে পারে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, আমরা আশা করছি, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরের মাধ্যমে আমরা চতুর্থ বিপ্লবের সুফল ভোগ করতে শুরু করব। সৃজনশীল উদ্ভাবন এবং মেধা সম্পদের লালন ও সুরক্ষায় প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বিপিও খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর পরামর্শও দেন। মন্ত্রী বলেন, বিপিও খাতে ৫০০ বিলিয়ন ডলারের বাজার উদীয়মান অর্থনীতির জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। এ খাতে আমাদের আয় প্রবৃদ্ধি বছরে শতকরা ১০০ ভাগেরও বেশি। এটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।