• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭, ২২ জিলকদ ১৪৪১

রমজান ও ঈদে বিকাশে কেনাকাটায় ২০% পর্যন্ত ক্যাশব্যাক

| ঢাকা , সোমবার, ১৩ মে ২০১৯

প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় গ্রাহকদের জন্য ২০% পর্যন্ত ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। লাইফস্টাইল অনুষঙ্গ, ই-কর্মাস, সুপার স্টোর, ছোট মার্চেন্ট পয়েন্ট এবং রেস্টুরেন্ট ক্যাফেগুলোতে রোজার প্রথম দিন থেকেই মিলছে বিকাশের এই ক্যাশব্যাক সুবিধা। অ্যাপ এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেই কেবল এই ক্যাশব্যাক অফার নেয়া যাবে।

৬ মে থেকে ৬ জুন মাসব্যাপী ৬৫০টির বেশি ব্র্যান্ডের ৪৩০০টির বেশি আউটলেটে ২০ শতাংশ পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা মিলছে। পোশাক, অন্যান্য অনুষঙ্গ, ইলেকট্রনিক্স পণ্যের আউটলেট রয়েছে এই তালিকায়। দারাজ, অথবা, রবিশপ, রকমারি, সেবা, বাগডুম, বইবাজার, ইভ্যালি, প্রিয়শপ, হাংরি নাকিসহ জনপ্রিয় ইকর্মাস সাইটগুলো রয়েছে এই ক্যাশব্যাক অফারের তালিকায়। লাইফস্টাইল ক্যাটাগরিতে একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ৫০০ এবং অফার চলাকালীন সর্বোচ্চ ১০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। ই-কর্মাসের ক্ষেত্রে একজন ক্রেতার জন্য একদিনে সর্বোচ্চ ৩০০ এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক অফার প্রযোজ্য হবে। সংবাদ বিজ্ঞপ্তি।