• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২৬ অক্টোবর ২০২০, ১০ কার্তিক ১৪২৭, ৮ রবিউল ‍আউয়াল ১৪৪২

ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকা

    সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক
  • | ঢাকা , শুক্রবার, ১২ জুলাই ২০১৯

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যে জানা গেছে, কোম্পানিগুলোর ২৪ লাখ ৩৯ হাজার ৬৪৩টি শেয়ার ১৩ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ২৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকার বেক্সিমকো ফার্মা ও তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের। এছাড়া বঙ্গজের ৫ লাখ ৪৬ হাজার, ব্যাংক এশিয়ার ১৮ লাখ ১৭ হাজার, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮ লাখ ৫২ হাজার, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪ লাখ ৬০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ২৪ হাজার, রিজেন্ট টেক্সটাইলের ৮৮ লাখ ২৫ হাজার, রানার অটোমোবাইলের ১৫ লাখ ৪০ হাজার এবং এসকে ট্রিমসের ১ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।