• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭, ২২ জিলকদ ১৪৪১

বিশ্ব শেয়ারবাজারেও নিম্নমুখী প্রবণতা

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , রোববার, ০৫ জানুয়ারী ২০২০

image

চলতি বছরের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জে মন্দাবস্থা বিরাজ করছে। গত সপ্তাহে নিম্নমুখী প্রবণতা লেনদেন শেষ করেছে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজার।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিম্নমুখী অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০ দশমিক ৮১ শতাংশ বা ২৩৩ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৬৩৪ দশমিক ৮৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ০৪ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০ দশমিক ৭১ শতাংশ বা ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৩৪ দশমিক ৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০ দশমিক ১৬ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৭৯ শতাংশ বা ৭১ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০২০ দশমিক ৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৬১ শতাংশ বা ৮৫ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯১৭ দশমিক ০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ০ দশমিক ১৯ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্রের মতো নিম্নমুখী অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০ দশমিক ২৪ শতাংশ বা ১৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৬২২ দশমিক ৪০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০ দশমিক ২৯ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ২৫ শতাংশ বা ১৬৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২১৯ দশমিক ১৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০ দশমিক ০৪ শতাংশ বা ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০৪৪ দশমিক ১৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ১১ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০ দশমিক ৫৬ শতাংশ বা ১৩৩ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৭০২ দশমিক ৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ২৩ শতাংশ কমেছে।

ইউরোপ ও আমেরিকার মতো নিম্নমুখী অবস্থায় লেনদেন শেষ করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৭৬ শতাংশ বা ১৮১ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩৬৫৬ দশমিক ৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ৬৯ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৩২ শতাংশ বা ৯২ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৫১ দশমিক ৫০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০ দশমিক ০৫ শতাংশ বা ১ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩০৮৩ দশমিক ৭৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০ দশমিক ৩৯ শতাংশ বা ১৬২ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৪৬৪ দশমিক ৬১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ২৭ শতাংশ কমেছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০ দশমিক ৪১ শতাংশ বা ১৩ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২৩৮ দশমিক ৮২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।