• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬, ৪ রজব ১৪৪১

ফ্রিল্যান্সারদের ব্যয়ের সীমা ৫শ’ ডলার

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯

সেবা রপ্তানি বাড়াতে ফ্রিল্যান্সারদের ব্যয়ের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভার্চুয়াল (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) কার্ডের পাশাপাশি মোবাইল ওয়ালেটের মাধ্যমেও দেশের বাইরে অর্থ পরিশোধ করতে পারবেন তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা। এ ব্যবস্থায় একজন বছরে ৫০০ ডলার পর্যন্ত খরচ করতে পারবেন, এতদিন যা ছিল ৩০০ ডলার। ২০১৪ সালের এক প্রজ্ঞাপনে ৩০০ ডলার পর্যন্ত খরচ করার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত সোমবার সেই সীমা বাড়িয়ে ৫০০ ডলার করা হয়েছে। এর ফলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করা নতুন শিক্ষার্থীরা প্রথম বছরেই ৫০০ ডলার পর্যন্ত খরচ করতে পারবেন। বিভিন্ন ব্যাংকের বৈদেশিক লেনদেন হয়- এমন শাখা (এডি) থেকে এসব সুবিধা নেয়া যাবে।