• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১৬ জুন ২০১৯, ২ আষাঢ় ১৪২৫, ১২ শাওয়াল ১৪৪০

পুঁজিবাজারে বাড়ছে বিও হিসাব

সংবাদ :
  • অর্থনৈতিক বার্তা পরিবেশক

| ঢাকা , শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। বিনিয়োগকারীদের মাঝে আস্থা বাড়ছে। ফলে বাজারে সূচকের সঙ্গে বাড়ছে লেনদেন। একই সঙ্গে বাড়ছে নতুন বিও হিসাবও। বিগত ৫ মাসে পুঁজিবাজারে ১ লাখ ৬৩ হাজার বিও হিসাব বেড়েছে। গত বছরের ১ আগস্ট কার্যদিবস শেষে বিও হিসাবের পরিমাণ ছিল ২৬ লাখ ১৬ হাজার ৯৪৫টি। যা চলতি বছরের ১ জানুয়ারিতে এসে মোট বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৭৯১টি। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, জানা যায়, গত আগস্ট মাসে বিও হিসাব বেড়েছে ৪৪ হাজার ৪১৭টি। আর সেপ্টেম্বর মাসে ৩৫ হাজার ২৪৯টি বিও হিসাব বেড়েছে। এছাড়াও গত অক্টোবর মাসে বেড়েছে ৪৩ হাজার ৬০১টি। গত নভেম্বর মাসে ২৯ হাজার ৮৪০টি এবং ডিসেম্বর মাসে ৯ হাজার ৭৩৯টি বিও হিসাব বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারিতে মোট বিও হিসাবের মধ্যে পুরুষ বিনিয়োগকারীর বিও হিসাব রয়েছে ২০ লাখ ২৭ হাজার ৬৬১টি। আর নারী বিনিয়োগকারীর বিও হিসাব রয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৫৪৫টি। এছাড়াও প্রাতিষ্ঠানিক হিসাব রয়েছে ১২ হাজার ৫৮৫টি। মোট বিও হিসাবের মধ্যে একক বিও হিসাব রয়েছে ১৭ লাখ ৪৬ হাজার ৯৯৮টি। আর যৌথ বিও হিসাব রয়েছে ১০ লাখ ২০ হাজার ২০৮টি।

এছাড়া সাধারণ বিনিয়োগকারীর বিও হিসাব রয়েছে ২৬ লাখ ৩ হাজার ৫৩৪টি। আর প্রবাসীদের বিও হিসাব রয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৭২টি।