নিরাপদ খাদ্যের নিশ্চয়তায়
নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় এবার নজর দেয়া হচ্ছে পণ্যের প্যাকেটে। প্যাকেটের ভেতরে থাকা পণ্য কোনভাবেই যেন বিষাক্ত বা দূষিত না হয় সেজন্য প্যাকেটটি কেমন হবে তা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নিয়ন্ত্রক সংস্থাটি এ জন্য একটি প্রবিধানমালা তৈরির কাজ করছে।
বিএফএসএ সূত্রে জানা গেছে, প্রবিধানমালাটির নাম দেয়া হয়েছে ‘নিরাপদ খাদ্য (খাদ্য স্পর্শক) প্রবিধানমালা, ২০১৮। প্রবিধানমালায় কোন ধরনের প্যাকেট বা মোড়ক ব্যবহার করা যাবে বা যাবে না তার বিস্তারিত নিয়ম-নীতি থাকছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৩ নং আইন) এর ৮৭ ধারার ক্ষমতাবলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনের ধারা ৩২-এর আলোকে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করার উপকরণ নিয়ে এটি প্রণয়ন করা হয়েছে, যা এরই মধ্যে মতামতের জন্য সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রবিধানমালায় খাদ্যের স্পর্শক বলতে সেই সব উপকরণকে বোঝানো হয়েছে, যা খাদ্যের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে, এরই মধ্যে খাদ্যের সংস্পর্শে এসেছে অথবা যা খাদ্যের সংস্পর্শে আসতে পারে।
দেশে বিভিন্ন প্যাকেটজাত খাবারের রয়েছে নানা ধরনের মোড়ক। প্লাস্টিক হলে সেগুলো যেন ফুড গ্রেডের হয়, ছাপার কালি যেন খাবারের সঙ্গে লেগে না যায় এ ধরনের বিভিন্ন বিষয় সামনে নিয়েই প্রবিধানটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন ধরনের প্যাকেট তৈরিতে সাধারণত আঠা, সিরামিক, ছিপি, রাবার, কাচ, আয়ন-এক্সচেঞ্জ রজন, ধাতু ও সংকর ধাতু, প্লাস্টিক, ছাপানোর কালি, প্রক্রিয়াজাত সেলুলোজ, সিলিকন, কাপড়, বার্নিশ ও আচ্ছাদন, মোম, কাঠসহ আরও অনেক বস্তু ব্যবহার করা হয়। যেগুলো সরাসরি খাদ্যের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। এগুলো সংস্পর্শে খাদ্যবস্তু কতটা নিরাপদ থাকবে সে লক্ষ্যেই তৈরি হচ্ছে প্রবিধানমালাটি।
বিএফএসএর সদস্য প্রফেসর ড. মো. ইকবাল রউফ মামুন বলেন, একটা খাবারকে নিরাপদ করতে হলে সবদিকেই সমান দৃষ্টি রাখতে হবে। খাবারের মান নিয়ে কাজের পাশাপাশি এখন আমরা পণ্যের প্যাকেট নিয়েও কাজ করছি। একটা প্যাকেট নিরাপদ না হলে সেই খাবারটিও অনিরাপদ হওয়া খুব স্বাভাবিক। তাই এটি গুরুত্বপূর্ণ। এ কারণে প্রবিধানমালাটির কাজ হয়েছে।
প্রবিধানমালায় প্যাকেট বা স্পর্শক ব্যবহারে কিছু আবশ্যকতার কথা বলা হয়েছে। খাদ্য স্পর্শকের অনুমোদিত তালিকার ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এফডিএ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুমোদিত তালিকার সর্বশেষ তালিকা প্রযোজ্য হবে। এই প্রবিধানমালায় নির্ধারিত আবশ্যক শর্তাবলি পূরণ সাপেক্ষে কোন উপকরণ অথবা বস্তু বাজারজাত করা যাবে। কোন বিশেষ উপকরণের বিষয়ে যেকোন বিশেষ ব্যবস্থা নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। আবার কর্তৃপক্ষই নিশ্চিত করবে যে দেশে উৎপাদিত ও আমদানিকৃত মোড়কজাত পণ্যসামগ্রী আন্তর্জাতিক বিধি বিধান ও শিল্পমানের সঙ্গে সংগতিপূর্ণ হয়েছে। এছাড়া ব্যবসায়ীর সব উপকরণ ও বস্তু আন্তর্জাতিক মান এবং খাদ্যের সংস্পর্শকের ক্ষেত্রে প্রযোজ্য মানের সঙ্গে সংগতিপূর্ণ বলে সত্যায়ন করার সামর্থ্য থাকতে হবে।
সাধারণভাবে ব্যবহৃত মোড়কের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় প্লাস্টিকের উপকরণ। এ জন্য প্লাস্টিকের উপকরণ ও বস্তুকণা ব্যবহারে আলাদা গুরুত্ব প্রদান করা হয়েছে প্রবিধানে। এতে বলা হয়েছে, প্লাস্টিক উপকরণ ও বস্তুকণা প্রস্তুত করার ক্ষেত্রে বিভিন্ন স্তরে ব্যবহৃত পদার্থ স্বাস্থ্যসম্মত ও কারিগরি মানসম্পন্ন হতে হবে এবং এটি ব্যবহারের সঙ্গে সংগতিপূর্ণ ও বিশুদ্ধ হতে হবে। উৎপাদনকারীকে উপাদানের সন্নিবেশন সম্পর্কে অবহিত থাকতে হবে এবং কর্তৃপক্ষ বা খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে চাহিদা সাপেক্ষে উপস্থাপনযোগ্য উপায়ে সংরক্ষণ করতে হবে।
এছাড়া প্যাকেট তৈরির কোন বস্তুকণার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিষেধাজ্ঞা ও শর্তাবলি বিশেষত সুনির্দিষ্ট ও সামগ্রিক ব্যবহার সীমা অনুসরণ করতে হবে। ফের ব্যবহৃত প্লাস্টিক উপকরণ ও বস্তুকণার ক্ষেত্রে ইউএস এফডিএ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃত মান, বিধি প্রবিধির সর্বশেষ সংস্করণ অনুসরণ করতে বলা হয়েছে।
খাদ্য স্পর্শক ব্যবসায়ীরা ঘোষণা করবেন খাদ্য স্পর্শক বস্তু ও বস্তুকণার কাঁচামাল ব্যবসায়ীর পরিচিতি ও পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে, কাঁচামালের পূর্ণাঙ্গ পরিচিতি থাকতে হবে, সত্যায়নের লিখিত ঘোষণার তারিখ, মানদ- অনুসরণের ঘোষণা, ব্যবহৃত পদার্থ ও ক্ষয়কারী উপাদান সম্পর্কিত পর্যাপ্ত তথ্যও থাকতে হবে।
দেশের বিত্তশালীরা ঠিকভাবে কর পরিশোধ করছেন কিনা- তা তদন্ত করা হচ্ছে বলে
বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ
ফ্রিজ, এসি ও কম্প্রেসার উৎপাদন
ফ্রিজ, এসি ও কম্প্রেসার এখন তৈরি হচ্ছে দেশেই। এক্ষেত্রে দীর্ঘমেয়াদি নীতিসহায়তা চেয়েছেন
পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বস্ত্র শিল্পের বিকাশের কারণে
চট্টগ্রাম বন্দরের জন্য নতুন বে টার্মিনাল নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ
রাজধানীতে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের চার দিনব্যাপী মেলা। আজ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি
পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের মাধ্যমে লেনদেনে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি)
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৫ বছর পূর্তি